As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2032

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 Aug 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার একটা জিজ্ঞাসা ছিল। শেয়ার মার্কেট থেকে অর্জিত লভ্যাংশ কি হালাল ইনকাম হিসেবে গন্য হবে? কোরআন হাদিসের আলোকে দয়া করে ব্যাখ্যা করবেন। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন প্রকার জুয়া বা সুদ ভিত্তিক কোন কোম্পানির শেয়ার না কিনে অন্য যেগুলোর প্রডাক্ট সাধারণত হালাল সেগুলায় ইনভেস্টমেন্ট করা যাবে। তবে বর্তমানে শেয়ার বিজনেস থেকে বিরত থাকায় একজন মূমিনের জন্য ভাল বলে মনে হয়।