As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2024

নামায

প্রকাশকাল: 15 Aug 2011

প্রশ্ন

আসসালামুআলাইকুম। প্রশ্ন: বিতর নামাজে দোয়া কুনুতের পরে এবং যে কোন নামাজের শেষ বৈঠকে দোয়া মাছুরা পড়ার পরে অন্য যে কোন দোয়া কি করা যাবে, যেমন : আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খলাক্বতানি………. রব্বানা লা তুযিগ কুলুবানা……….. রব্বানা আতিনা……. ইত্যাদি ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুনুতের সময় দুআ কুনুতই পড়বেন। কুনুতের একাধিক দুআ আছে। আপনি এক বা একাধিক দুআ কুনুত পড়তে পারেন। আর প্রচলিত দুআ মাসূরার পরে অন্য দুআ মাসূরা অর্থাৎ কুরআন-হাদীস উল্লেখিত যে কোন দুআ পড়তে পারেন, আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলোও পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।