As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2002

নামায

প্রকাশকাল: 24 Jul 2011

প্রশ্ন

ফজরের সলাতে জামাত শুরু হয়ে গেলে কি সুন্নাতের নিয়ত করা যায়?

উত্তর

এই বিষয়ে সাহাবীদের আমল দুই রকম। কেউ পড়েছেন। কেউ পড়ে পড়েছেন। অর্থাৎ অন্তত এক রাকআত পাওয়ার ব্যাপারে নিশ্চিত হলে পড়া যাবে বলে অনেকে বলেছেন। আবার অনেকে বলেছেন ঐ সময় না পড়ে সূর্য ওঠার পরে পড়বে। দলীলসহ বিস্তারিত জানতে রাহে বেলায়াত দেখতে পারেন।