As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1954

হালাল হারাম

প্রকাশকাল: 6 Jun 2011

প্রশ্ন

১/ ইমেইল মার্কেটিং কি হালাল?
২/ পেশা হিসেবে গ্রাফিক্স ডিজাইন কি হালাল? গ্রাফিক্স ডিজাইনে মানুষের ছবি বা কোনো জীবন্ত বস্তুর ছবি রিটাচ করা মানে সুন্দর করে দেয়া, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেয়া এই কাজগুলোর বিধান কিরূপ? গ্রাফিক্স ডিজাইনের ক্লিপিং পাথ কি হালাল কর্মসংস্থানের মধ্যে পড়ে?

উত্তর

১। ধরণ বিস্তারিত জানালে উত্তর দেয়া সহজ হবে। ২। পেশা হিসেবে একটি সচ্ছ কর্ম করা উচিত। ইসলামে বিধি-নিষেধ থাকার সম্ভবনা থাকলে তার ত্যাগ করতে হবে। এই কাজগুলো তেমনই। এই পেশাটি ইসলামের আলোকে সুন্দর-সচ্ছ নয়। সুতরাং আপনার উচিত একটি ভাল কর্মের জন্য চেষ্টা করা।