As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1924

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 May 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার আমার প্রশ্ন আমারএকটা বন্ধ সম্প্রতি আহলে হাদিস হয়েছে। সে আগে হানাফী মাযহাবে ছিল। এখন আহলে হাদীসদের মত ইবাদত করে। আখেরাতে তার কি কোন সমস্যা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইবাদতের মূল উৎস হলো কুরআন ও হাদীস। কুরআন ও হাদীস অনুযায়ী আমল করলে আখেরাতে কারো সমস্যা হবে না। আপনার বন্ধুরও কোন সমস্যা হবে না। সকল মাজহাবই সুন্নাহ সম্মত সুতরাং আখেরাতে কারো সমস্যা হবে না।