As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1916

বিবিধ

প্রকাশকাল: 29 Apr 2011

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমার একটা প্রশ্ন ছিলো। আমার নামের আগে মোঃ হওয়াতে আমি অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হই। নামের আগে মোঃ থাকলে বা না থাকলে কারো ঈমান আমলের বিশেষ কিছু আসে যায় কি? আমার কি এখন উচিত এই নামটি সংশোধন/এফিডেভিট করা? জানালে ভালো হতো। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামের আগে মুহাম্মাদ থাকা বা না থাকা ঈমান-আমলেরে কোন বিষয় নয়। তবে অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়টি বুঝলাম না। প্রশ্নবিদ্ধ কী হিসাবে তা তো লিখলেন না। সংশোধন করা উচিত তো প্রশ্ন হতে পারে না। সংশোধন করলে সমস্যা হবে কিনা প্রশ্ন সেটা।উত্তর হলো বিশেষ প্রয়োজনে সংশোধন করা যাবে।