As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1900

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Apr 2011

প্রশ্ন

আমার দাদার সম্পদ অবৈধ ভাবে অর্জন ছিল বলে আমার সন্দেহ হয় এমতাবস্থায় আমি আমার বাবার ভাগের ঐ সম্পদ যদি গ্রহণ না করি তবে তা কোন অপরাধ হবে কি না? আবার আমার কোন সম্পদ বা জমি-জমা নাই আমার ছেলেরা সহায় সম্বলহিন অবস্থায় আছে। শরিয়াতের সমাধান কি?

উত্তর

গ্রহন না করলে তো অপরাধ হবে না। করলে অপরাধ হবে কি না প্রশ্ন সেটা। আপনার দাদার অপরাধের জন্য সাজা পাবেন না। আপনি ঐ জমাজমি নিতে পারেন।