As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1887

অর্থনৈতিক

প্রকাশকাল: 31 Mar 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি যদি অমুসলিম ব্যাংকে চাকুরী করি তবে কি আমার আয়-উপার্জন হালাল হবে?

উত্তর

এই ধরণের একটি প্রশ্নের উত্তরে শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. তত্ববধানে দেয়া হয়েছিল। সেই উত্তরটি ছিল 0093 নং প্রশ্নের। আমি সেই উত্তরটি এখানে হুবুহু দিয়ে দিলাম। সুদভিত্তিক ব্যাংকে কাজ করে উপার্জিত অর্থ হালাল নয়। তবে শরীয়াহ অনুযায়ী পরিচালিত ব্যাংকে কাজ করে উপার্জিত অর্থ হালাল হবে। কেননা হররত জাবরে রা. বলনে, لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ র্অথ: রাসূলুল্লাহ সা. সুদ গ্রহীতা, দাতা, লখেক, সাক্ষীদ্বয় প্রত্যকেরে উপর লানাত (অভশিাপ) দিয়েছেন এবং বলছেনে (পাপরে দকি থকে) সবাই সমান। সহীহ মুসলমি, হাদীস নং৪১১৭।