As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1879

নামায

প্রকাশকাল: 23 Mar 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো –মুহতারাম আমি যেখানে বর্তমানে আছি সেখানে যে মসজিদে আমি নামায পড়ি সেই মসজিদে পার্মানেন্ট কোন ইমাম নেই — যে যখন পারে নামাযের ইমামতি করে — মাঝে মাঝে আমিও ইমামতি করি । এখন প্রশ্ন হল আমি তেমন মাসআলা-মাসায়িল জানিনা, জানার সন্ধানে আছি। ইমামতি করতে হলে কি কি বিষয় খেয়াল রাখতে হয় — সে বিষয়ে বুঝিয়ে বলবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইমামের জন্য অতিরিক্ত কোন শর্ত নেই। তবে তিনি ইমামতির নিয়ত করবেন। আরা নামাযে সাজদায়ে সাহু কখন দিতে হয় একটু জেনে নিবেন। আর বাকী শর্ত অন্য মুসল্লির মতই।