As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1878

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 Mar 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো — আমি সাউদি আরবে একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরীরত আছি। আমার ডিউটি সকাল ৭ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু আমার যে কাজ— তা প্রতিদিন ১ বা দেড় ঘন্টা আগে শেষ হয়ে যায় কিন্তু আমরা প্রতিদিন ১০ ঘন্টা কর্মসময় লিখি এমনকি কোনদিন যদি অতিরিক্ত সময় কাজ করি তবে ১ বা দেড় ঘন্টা অভার টাইম লিখি — এখন আমাদের এই কাজটি কি ঠিক হয় কিনা—- কম সময় কাজ করে বেশী সময় খাতায় লেখার ইসলামী বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখানে দুটো বিষয়। তাহলো কোম্পানীর সাথে আপনার চুক্ত কী? যদি নির্দিষ্ট কাজের হয় তাহলে কাজ শেষ হলে আপনার ডিউটি শেষ। আর যদি সময়ের হয় তাহলে কাজ শেষ হলেও আপনি বাসায় যেতে পারবেন না। সময় শেষ করে যেতে হবে। সময়ের চুক্তি হলে অতিরিক্ত কাজের জন্য টাকা নিতে পারবেন। আর কাজের চুক্তি হলে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন।