As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1871

ঈদ কুরবানী

প্রকাশকাল: 15 Mar 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুমআলাইকুম জি, আমারপ্রশ্ন হলো কুরবানী অংশের সাথে কি আকিকা দেওয়া যাবে? আর আর কুরবানী করার পর যাদের পক্ষ থেকে কোরবানি হবে, তাদের নাম কি বলতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা সুন্নাত নয়। সুন্নাত হলো শিশু জন্মের সপ্তম দিনে একটি ছোট পশু তথা ছাগল-ভেড়া দিয়ে আকীকা করা।আর কুরাবানী কুরবানীর সময় করা। তবে আলেমদের একাংশ একই পশুতে কুরবানী ও আকীকা জায়েজ বলেছেন। কুরবানীর পরে নাম বলা লাগবে না।