As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1843

ঈদ কুরবানী

প্রকাশকাল: 15 Feb 2011

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমাকে এক ভাই অনুরুধ করছে আপনাদের কাছে নীচের প্রশ্নগুলি করতে। প্রশ্নগুলি হোলঃ
১। স্বামী ইনকাম করে এবং নিয়মিত কোরবানী করে। স্ত্রী কোন চাকুরী করে না, গৃহিণী। তাহলে স্ত্রী উপর কোরবানী করা কি ওয়াজিব/সুন্নতে মুয়াক্কাদা? উল্লেখ্য যে স্বামীর আর্থিক অবস্থা এমন যে ইচ্ছে করলে স্ত্রীর কোরবানীর খরচ স্বামী যোগাড় করতে পারবে। ২। ভাই এর আর্থিক অবস্থা এখন ভালো নয়, তাই এই বছর কোরবানী দিবেনা কিন্তু আগে নিয়মিত কোরবানী দিত। এই অবস্থায় নিজের স্ত্রীর নামে কোরবানী না দিয়ে ভাই এর নামে কোরবানী দেওয়া কি উত্তম হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। স্ত্রীর উপর কুরবানী ওয়াজিব/সুন্নাত কিছুই না। স্বামীর আর্থিক অবস্থা ভাল থাকার কারণে স্ত্রীর উপর কুরবানী ওয়াজিব/সুন্নাত হয় না। ২। ভাই এর আর্থিক অবস্থা এখন ভালো নয়, তাই এই বছর কোরবানী দিবেনা । যদি নাই দেয় তাহলে উত্তম হওয়া না হওয়া কী বুঝলাম না। যার উপর কুরবানী ওয়াজিব তাকে কুরবানী দিতে হবে, উত্তম-অনুত্তমের কিছু নেই। ভাইয়ের উপর ওয়াজিব হলে ভাই নিজের পক্ষ থেকে কুরবানী দিবে। নিজের ওয়াজিব আদায়ের পর অন্য কারো পক্ষ থেকে নফল হিসাবে কুরবানী দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রয়োজনে 01734717299