As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1820

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 23 Jan 2011

প্রশ্ন

আসসলামুআলাইকুম। হাত ও পায়ের নখ স্বাভাবিক (বড় ও ছোটর মাঝামাঝি) থাকা অবস্থায়, নকের কোণের অংশ দ্বারা ত্বক এমন ভাবে ঢাকা থাকে যে তাতে স্বাভাবিক ভাবে ওজুর সময় পানি পৌছেনা। এভাবে ওজু কি হবেনা? নাকি নখের অংশ দ্বারা ত্বক আবৃত থাকায় সেখানে পানি পৌছাতে হবেনা? আর ওজুর সময় নকের কত ভেতরে পানি পৌছানো ওয়াজিব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার কথাটা ঠিক বুঝলাম না। স্বাভাবিকভাবে নখের নিচে পানি না পৌছালে নখতো অনেক বড় হওয়া দরকার। এত বড় নখ কেটে ফেলতে হবে তাহলে সহজেই সব জায়াগাতে পানি পৌছাবে। নখের ভিতরের শেষ পর্যন্ত পানি পৌছাতে হবে।