As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1788

বিবিধ

প্রকাশকাল: 22 Dec 2010

প্রশ্ন

১) সালাতে সালাম ফেরানোর আগে অথবা পরে সাহু সেজদা দেওয়া যায়। কিন্তু আমাদের দেশে যে একপাশে সালাম ফেরানোর পর সেজদা দেওয়া হয়,তা কি সুন্নাতসম্মত?
২)মুতাযিলীরা বিশ্বাস করে কুরআনুল কারীম মাখলুক অর্থাৎ সৃষ্ট। আমি এব্যাপারটা ঠিক বুঝিনি। কুরআনকে মাখলুক বলা দ্বারা ঠিক কী বোঝানো হয়েছে?

উত্তর

নামাযের মধ্যে এক দিকে সালাম ফিরানোর কথাও হাদীসে পাওয়া যায়। হাদীসটি হলো: عَنْ عَائِشَةَ, أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ كَانَ يُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ. হযরত আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সা. একদিবে সালাম ফিরাতেন। সুনানু তিরমিযী, হাদীস নং২৯৬; সুনানু ইবনু মাজাহ, হাদীস নং৯১৯; সহীহ ইবনু খুজা্য়মা, হাদীস নং ৭৩০। শায়খ আলবানী রাহ. বলেছেন হাদীসটি সহীহ ওশায়খ শুয়ািইব আর নাউত রাহ. বলেছেন, হাদীসটির সনদ সহীহ (সহীহ ইবনে হিব্বান, ১৯৯৫ নং হাদীসের টিকা)। এবং অন্যান্য মুহাদ্দিসগণও হাদীসটিকে সহীহ বলেছেন। সুতরাং একদিকে সালাম ফিরানো হাদীসসম্মত। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 1293 নং প্রশ্নের উত্তর।