আসসালামুলাইকুম ১) ইসলামিক বই ছাড়া অনেক বইয়ের উপর মুর্তি বা প্রানীর ছবি থাকে। এই বইগুলো ঘরে থাকলে কোন সমস্যা হবে কি? আবার অনেক কাপড়ে প্রাণী বা মুর্তির ছবি থাকে এবং কাপড় ছিড়ে ফেলা ছাড়া উপায় থাকে না । সেই ছবি গুলোর উপর দিয়ে যদি সুতা দিয়ে সেলাই করে ছবির আকৃতি নষ্ট করে দেই বা সেলাই করে ঢেকে ফেলি তাহলে হবে?
২) সলাতের সময় পুরা শরীর ঢাকা থাকে কিন্তু অনেক সময় পায়ের আঙ্গুল বা পায়ের পাতার উপরে সামান্য দেখা যায় এক্ষেত্রে কি সলাত ভেঙ্গে যাবে?