আস-সালামু আলাইকুম,আলহামদুলিল্লাহ, আপনাদের প্রশ্ন /উত্তর পর্বে খুব উপকার পাচ্ছি। আমার প্রশ্ন হলোঃ ১। আমরা ৩ ভাই ও ২ বোন, সবাই বিবাহিত, আমাদের পিতা-মাতা উভয়ই মৃত্যুবরণ করেছেন অথচ আমাদের কারোর আকিকা করা হয়নি। এখন কি আমাদের আকিকা করা জরুরী? জরুরী হলে কি ভাবে করবো?
২। আমরা ৩ ভাই-ই ঢাকায় চাকরি করি এবং যার মত সেই থাকি, আমি বেতন পাই ১৫০০০ টাকা এছাড়া আমার আর কোন ইনকাম নায়। মাস শেষে খরচ বাদে কোন কোন মাসে ১/২ হাজার টাকা থেকে যায়, এ অবস্থাই আমার উপর কি কুরবানী ফরজ হয়েছে? ফরজ না হলেও কি দিতে পারবো? বা না দিলে কোন সমস্য আছে কি না তা জানতে চায়?
৩। উপরোক্ত প্রশ্নের ভিত্তিতে আকিকা / কুরবানী এ দুয়ের কোনটা আগে করা জরুরী?
জাঝাকাল্লাহু খয়রান