As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1691

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 Sep 2010

প্রশ্ন

আচ্ছালামুআলাইকুম. স্যার, আমি একটি বিষয় জানতে চাই, স্যার আমি এক জন কাতার প্রবাসী, এখানে একজন লোক মারা,আমরা কয়েক জন মিলে লাশ দেশে পাঠাই, বিদেশ আসার সময়, এক হিন্দু ভদ্রলোকের কাছ থেকে বেশকিছু টাকা শুধে আনে,আমি ব্যাক্তিগত ভাবে টাকাটা দিয়ে দেই, তার রিন কি শোধ হবে? কারন অনেক বলে, এভাবে রিন শোধ হবেনা,তোর টাকাটাই বিফলে গেছে. (লোকটির স্ত্রী, 11বছরের মেয়ে, 7/8 মাসের ছেলে, আর2 ভাই আছে ভিন্ন)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ,ঋন শোধ হয়ে গেছে। যে কোন মানুষ যে কাউকে সাহায্য করতে পারে। এটা তারই একটি উদাহরণ।