জনাব, আমি ২০১৬ এর ফেব্রূয়ারি থেকে চাকুরী তে আছি। যা পেতাম তাই খরচ হয়ে যেত। জুন মাসে বোনাস সহ আমি প্রায় ৬০ হাজার টাকা পাই। অক্টোবর মাসে আমি একটা ব্যবসা তে ৬০ হজার টাকা বিনিয়োগ করি। জানুয়ারী শেষে বিনিয়োগ ৯০ হাজার টাকা হয়। ২০১৭ এর জানুয়ারীতে আমার হাতে ৬ হাজার টাকা থাকে সর্বসাকুল্যে। মাসিক বেতন যা পাই তা জমতে জমতে এখন আমার কাছে প্রায় ৭০ হাজার টাকা আছে এবং ধার বাবত আরো ২০ হাজার টাকা পাই। আমি এর মাঝে কিছু এতিম খানা এবং গরীবকে ৭ থেকে ৮ হাজার টাকা দিয়েছি। কি আগে যেসব টাকা দিয়েছি সেগুলো কি যাকাত হিসেবে ধরতে পারবো? আপনার মতামত জানতে চাচ্ছি? আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। আমিন।