As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1679

নামায

প্রকাশকাল: 4 Sep 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১। ৪ রাকাত বিশিষ্ট সুন্নাত নামায কি ২ রাকাত ২ রাকাত করে পড়া উত্তম না এক সাথে ৪ রাকাত পড়ায় উত্তম?
২। যখন মসজিদে যাই তখন তাহিয়াতুল মসজিদের এর ২ রাকাত সুন্নাত পড়তে হয়। আমার প্রশ্ন হলো ফরয নামাযের আগে যে সুন্নাত গুলো আছে ঐগুলো পড়লে কি তাহিয়াতুল মসজিদের নামায হয়ে যাবে কি? যেমন ফজর, যোহর (৪ রাকাত)? না তাহিয়াতুল মসজিদের নামায আলাদা ভাবে আগে পড়তে হবে তারপর অন্য সুন্নাত পড়তে হবে?
আশা করি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ৪ রাকাত বিশিষ্ট সুন্নাত নামায এক সালামে চার রাকআত পড়বেন। ২। সময় থাকলে আগে তাহিয়্যাতুল মসজিদ দুই রাকআত পড়ে নিবেন। সময় না থাকলে ওয়াক্তের সুন্নাতই পড়বেন। তবে ফজরের নামাযের সুন্নাত মসজিদে পড়লে তাহিয়্যাতুল মসজিদ পড়ার দরকার নেই। ফজরের সুন্নাত বাড়িতে পড়লে তাহিয়্যাতুল মসজিদ পড়া যাবে কিনা এই নিয়ে কিছুটা বিতর্ক আছে। আপনি যে কোন একটা পদ্ধতি গ্রহণ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।