As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1652

নামায

প্রকাশকাল: 8 Aug 2010

প্রশ্ন

ধন্যবাদ ভাইয়া। শুধু একটা প্রশ্ন ছিল। ড.আব্দুল্লাহ্ জাহাঙ্গীর(রহ্) স্যার তাহাজ্জুদ আর তারাবীকে একই সালাত মনে করতেন নাকি দুটোকে আলাদা মনে করতেন?
জানালে খুব উপকৃত হবো

উত্তর

তারাবীহ তাহাজ্জুদ দুটিকেই তিনি কিয়ামুল্লাইল মনে করতেন। ঘুমের আগে পড়লে সাধারণ কিয়ামুল্লাইল আর ঘুম থেকে উঠে পড়লে তাহাজ্জুদ। রমাজানের কিয়ামুল্লাইলকে তারাবীহ বলা হয়। এটাই শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর অভিমত। বিস্তারিত জানতে দেখুন, আল-ফিকহুল আকবার, পৃষ্ঠা ৩৬০-৩৬৭।