As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1650

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 Aug 2010

প্রশ্ন

আসসালামুলাইকুম, আমার পরিচিত এক লোক ১ টা মেয়ে বাচ্চা পালতে আনছে । যারা পালতে আনছে তারা নিঃসন্তান ছিলো । তাদের অনেক ধণ-সম্পদও আছে। বর্তমানে সেই মহিলা মৃত্যুশয্যায় । যখন সে একটু সুস্থ ছিলো তখন সে বার বার তার এক বিশ্বস্ত ঘনিষ্ট আত্মীয়র কথা বলেছে সে যেন তার মৃত্যুর পর এই পালিত বাচ্চা কে লালন পালন করে বিয়ে দেয় । এখন আমার প্রশ্নঃ ১) যেহেতু এই মহিলা ওসীয়ত করে গেছে সেহেতু তার মৃত্যুর পর তার আত্মীয়র কি এই বাচ্চার দেখাশুনা করা ফরয হয়েছে?
২) কোন কারণে মহিলা কখনোই চায় না এই বাচ্চা তার স্বামীর কাছে থাক। আর মহিলার মৃত্যুর পর যদি তার স্বামী এই বাচ্চা কে তার সেই আত্মীয়কে না দেয় তাহলে তার আত্মীয়র কি কোন পাপ হবে? অথবা এই আত্মীয়র কি করনীয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা ওসিয়াত নয়, অনুরোধ। যদি ঐ মহিলা অনুরোধ রক্ষা করে তাহলে ভাল। না করলে গোনাহ হবে না। মৃত্যুপথযাত্রী মহিলার অনুরোধক্রমে যদি ঐমহিলা বাচ্চাটিকে লালন-পালন করতে আগ্রহী হয় তাহলে মৃত্যুপথযাত্রী মহিলার স্বামীর জন্য অবশ্যক যে মহিলাকে তিনি লালন-পালন করার জন্য অনুরোধ করেছেন তার কাছে বাচ্চাটিকে দিয়ে দেয়া। কারণ দায়িত্ব গ্রহণ করেছিলেন মহিলা, তার স্বামী নয়। আর ক্ষেত্রে মিরাছের কোন মাসআলা প্রযোয্য নয়। সুতরাং স্বামীর জন্য বাচ্চাটিকে আটকে রাখা জায়েজ হবে না। যদি মৃত্যুপথযাত্রী মহিলা ঐ বাচ্চার জন্য সম্পদের কোন ওসিয়ত করে তাহলে ঐমহিলার এক তৃতীয়াংশ সম্পদ দ্বার সেই অসিয়ত পূরণ করা যাবে। আল্লাহ ভাল জানেন।