আসসালামুলাইকুম, আমার পরিচিত এক লোক ১ টা মেয়ে বাচ্চা পালতে আনছে । যারা পালতে আনছে তারা নিঃসন্তান ছিলো । তাদের অনেক ধণ-সম্পদও আছে। বর্তমানে সেই মহিলা মৃত্যুশয্যায় । যখন সে একটু সুস্থ ছিলো তখন সে বার বার তার এক বিশ্বস্ত ঘনিষ্ট আত্মীয়র কথা বলেছে সে যেন তার মৃত্যুর পর এই পালিত বাচ্চা কে লালন পালন করে বিয়ে দেয় । এখন আমার প্রশ্নঃ ১) যেহেতু এই মহিলা ওসীয়ত করে গেছে সেহেতু তার মৃত্যুর পর তার আত্মীয়র কি এই বাচ্চার দেখাশুনা করা ফরয হয়েছে?
২) কোন কারণে মহিলা কখনোই চায় না এই বাচ্চা তার স্বামীর কাছে থাক। আর মহিলার মৃত্যুর পর যদি তার স্বামী এই বাচ্চা কে তার সেই আত্মীয়কে না দেয় তাহলে তার আত্মীয়র কি কোন পাপ হবে? অথবা এই আত্মীয়র কি করনীয়?