আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
১. আমি প্রতিবার জাকাত আদায় করি ঈদ এর আগে এবার থেকে নিয়ত করছি রোজার শুরুর দিকেই আদায় করার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ। (রোজার শুরুতে দিলে মানুষ বেশি উপকৃত হয় বলে মনে হচ্ছে) সেক্ষেত্রে আমার করণীয় কি? জাকাত আদায় এর পর যদি বেতন,বোনাস পাই ওটার আবার জাকাত দিতে হবে নাকি এর পরের বছর গুলোতে রোজার শুরুতে হিসাব করে জাকাত আদায় করলেই হবে?
২. ওযুর সময় মাথা মাসেহ করার সঠিক নিয়ম কি?( বিশেষ করে মহিলা দের ক্ষেত্রে)
জাজাকাল্লাহ