As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1608

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 Jun 2010

প্রশ্ন

হুযুর সাহেব, সালাম নিবেন। আপনার নিকট আমার জিজ্ঞাস্য এই যে, আমি এবং আমার স্ত্রী দুজন ই চাকুরীজীবি। চাকুরির সুবাদে আমরা দুইজন দুই বিভাগে থাকি। আমি একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি যাহাতে তিনি যখন ছুটি পান তখন আমার সাথে থাকতে পারেন। এবং তিনি নিজ পিত্রালয়ে থেকে তার কর্মস্থলে যাতায়াত করেন। আমি প্রতি সপ্তাহান্তে শশুর বাড়ি যাই এবং পরবর্তী দিন প্রত্যাবর্তন করি। আমরা দুজন ই দুজনকে চালানোর মত যথেষ্ট ভাল উপার্জন করি। কাজেইঃ
১) আমার স্ত্রী এর প্রতি আমার ভরণপোষণের দায়িত্ব কি রূপ? ২) আমার স্ত্রী এর উপার্জনের উপর আমার কোন হক আছে কি না? ৩) আমি যদি আমার পিতা মাতাকে আমার নিকট কখনো আনতে চাই তাতে আমার স্ত্রী কি কোন মত প্রকাশ করতে পারে কি না ( যেমনঃ আলাদা বাসা নেওয়া, কিংবা না আনা যাবে না। ) এটি বর্তমানে এবং আমি যদি কখনও আমার স্ত্রী এর সাথে একত্রে থাকি তখন মসায়ালা কি হবে? ৪) আমার পিতা মাতার প্রতি তাঁর দায়িত্য ও কর্তব্য কি এবং কি রূপ (আমি আমার পরিবারের প্রথম সন্তান এবং আমার আরও দুই বোন আছে। আমার বাবা নিজের পরিবার চলানোর মত অবস্থাসম্পন্ন)? ৫) তাঁর পিতামাতার প্রতি আমার দায়িত্য ও কর্তব্য কি এবং কি রূপ ( আমার স্ত্রী তাঁর পরিবারের দ্বিতীয় মেয়ে এবং তাহাদের কোন পুত্র সন্তান নাই। তাঁর পিতা গত হয়েছেন এবং তাঁর মাতা নিজের পরিবার চলানোর মত অবস্থাসম্পন্ন। )? দয়া করে হুযুর সাহেব, যতটুকু সম্ভব রেফারেন্স সহকারে উত্তর জানাবেন। নিবেদক, নিয়াজ মোরশেদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্ত্রী ধনী হোক গরবী হোক তার ভরন-পোষনের দায়িত্ব স্বামীর। বিদায় হজ্জের ভাষনে রাসূলুল্লাহ সা. বলেছেন, وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لاَ يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ. فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ আর তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করেছো আল্লাহর কালিমা দ্বারা… তাদের খাবার-দাবার ও পোশাকের দায়িত্ব তোমাদের ওপর। সহীহ মুসলিম হাদীস নং ৩০০৯, সুনানু আবু দাউদ, হাদীস নং ১৯০৭। আলেমদের এ ব্যাপারে ঐক্যমত পোষন করেছেন যে, স্ত্রীর ভরন-পোষনের দায়িত্ব স্বামীর। আলমাউসুয়াতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ, ৪১/৩৫। ২। স্ত্রীর উপাজর্নের উপর আপনার কোন কর্তৃৃত্ব নেই। তবে যদি তারা খুশিমনে দেয় তাহলে নিতে পারবেন। ৩। স্ত্রী আলাদা বাসায় থাকতে চাইলে তাকে আলাদা বাসায় রাখতে হবে। ৪। আপনার পিতা-মাতার যাবতীয় দায়িত্ব আপনার। অর্থাৎ তাদের দেখাশোনা, সেবা-যত্ন, অর্থনৈতিক সমস্যা থাকলে সেই দায়িত্ব সবই আপনার। তবে যদি আপনার স্ত্রী স্বেচ্ছায় তাদের সেবা-যত্ন দেখাশোনা করে তাহলে সেটা খুবই ভাল কাজ। আল্লাহ অবশ্যই তাকে এজন্য অনেক সওয়াব দান করবেন। ৫। তার পিতা-মাতার দায়িত্ব তার। আপনার নয়। আপনি তাদের সাথে ভাল ব্যবহার করবেন। আত্নীয়তার সম্পর্ক বজায় রেখে চলবেন। আশা করি বুঝতে পেরেছেন। শেষে একটা কথা বলি, আপনার স্ত্রী যদি আপনার থেকে ৭৮ কি. মি. দূরে থাকে তাহলে তার জন্য একা একা আপনার কাছে আসা জায়েজ হবে না। আল্লাহ আপনাদের ভাল রাখুন।