হুযুর সাহেব, সালাম নিবেন। আপনার নিকট আমার জিজ্ঞাস্য এই যে, আমি এবং আমার স্ত্রী দুজন ই চাকুরীজীবি। চাকুরির সুবাদে আমরা দুইজন দুই বিভাগে থাকি। আমি একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি যাহাতে তিনি যখন ছুটি পান তখন আমার সাথে থাকতে পারেন। এবং তিনি নিজ পিত্রালয়ে থেকে তার কর্মস্থলে যাতায়াত করেন। আমি প্রতি সপ্তাহান্তে শশুর বাড়ি যাই এবং পরবর্তী দিন প্রত্যাবর্তন করি। আমরা দুজন ই দুজনকে চালানোর মত যথেষ্ট ভাল উপার্জন করি। কাজেইঃ
১) আমার স্ত্রী এর প্রতি আমার ভরণপোষণের দায়িত্ব কি রূপ? ২) আমার স্ত্রী এর উপার্জনের উপর আমার কোন হক আছে কি না? ৩) আমি যদি আমার পিতা মাতাকে আমার নিকট কখনো আনতে চাই তাতে আমার স্ত্রী কি কোন মত প্রকাশ করতে পারে কি না ( যেমনঃ আলাদা বাসা নেওয়া, কিংবা না আনা যাবে না। ) এটি বর্তমানে এবং আমি যদি কখনও আমার স্ত্রী এর সাথে একত্রে থাকি তখন মসায়ালা কি হবে? ৪) আমার পিতা মাতার প্রতি তাঁর দায়িত্য ও কর্তব্য কি এবং কি রূপ (আমি আমার পরিবারের প্রথম সন্তান এবং আমার আরও দুই বোন আছে। আমার বাবা নিজের পরিবার চলানোর মত অবস্থাসম্পন্ন)? ৫) তাঁর পিতামাতার প্রতি আমার দায়িত্য ও কর্তব্য কি এবং কি রূপ ( আমার স্ত্রী তাঁর পরিবারের দ্বিতীয় মেয়ে এবং তাহাদের কোন পুত্র সন্তান নাই। তাঁর পিতা গত হয়েছেন এবং তাঁর মাতা নিজের পরিবার চলানোর মত অবস্থাসম্পন্ন। )? দয়া করে হুযুর সাহেব, যতটুকু সম্ভব রেফারেন্স সহকারে উত্তর জানাবেন। নিবেদক, নিয়াজ মোরশেদ।