As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1566

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 May 2010

প্রশ্ন

Assalamualikum, 1.Estekhar namaz hajot namaz keno pora hoy. 2. A 2 namaz er difference ki. 3.Moner basona puroner jonno koraner kono sura ba ayet ache ki.ref soho dile valo hoy.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইস্তেখারার অর্থ যে ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বা একাধিক বিষয়ের মধ্য থেকে একটি বেছে নেয়ার অবকাশ আছে সেখানে আল্লাহর সাথে পরামর্শ করা। আল্লাহর সাথে পরামর্শ না করে কোন কিছু বেছে নেয়া বা সিদ্ধান্ত গ্রহণ করা মূমিনের জন্য উচিত নয়।আর হাজাত অর্থ কোন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাওয়া। উভয় নামাযের পার্থক্য এই যে, ইস্তেখারার মধ্যে সিদ্ধান্ত গ্রহন করার জন্য আল্লাহর কাছে পরামর্শ করা আর হাজতের ভিতরে নতুন কিছু চাওয়া বা প্রার্থনা করা। উল্লেখ্য যে, সালাতুল হাজত বিষয়ে বর্ণিত হাদীসগুলো দুর্বল। এই বিষয়ে কোন সহীহ বা হাসান হাদীস নেই। ইমাম তিরমিযী সালাতুল হাজাতের হাদীস বর্ণনা করার পর বলেছেন। হাদীসটি গরীব এবং হাদীসটির সনদে সমস্যা আছে। ফাইন ইবনে আব্দুর রাহমান (যিনি হাদীসের একজন রাবী) দুর্বল। সুনানু তিরমিযী, হাদীস নং ৪৭৯। ইমাম তিরমিযীর মন্তব্যসহ হাদীসটির মূল পাঠ দিয়ে দিলাম। عن فائدة بن عبد الرحمن عن عبد الله بن أبي أوفى قال : قال رسول الله صلى الله عليه و سلم من كانت له إلى الله حاجة أو إلى أحد من بني آدم فليتوضأ فليحسن الوضوء ثم ليصل ركعتين ثم ليثن على الله وليصل على النبي صلى الله عليه و سلم ثم ليقل لاإله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسئلك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلى غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين قال أبو عيسى هذا حديث غريب وفي إسناده مقال فائد بن عبد الرحمن يضعف في الحيدث و فائد هو أبو الورقاء মনের বাসনা বলতে কি বুঝাচ্ছেন স্পষ্ট করে লিখলে ভাল হবে। তবে দুনিয়া ও আখেরাতের যে কোন কল্যানের জন্য কুরআনের এই দুআটি পড়বেন। رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ।