As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1516

বিবাহ-তালাক

প্রকাশকাল: 25 Mar 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি আমার স্ত্রী নিয়ে চট্টগ্রামে থাকি। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া। আমাদের ৭ মাস আগে বিয়ে হয়েছে। আমি মজা করে তাকে জিজ্ঞেস করেছি যে আমার সাথে সংসার করতে কেমন লাগছে। সে মজা করে বলছে, ভালো লাগছে না, আমি বাড়িতে চলে যাব। বাড়ি বলতে সে বলছে যে, হয় আমার বাড়ি বা তার মায়ের বাসায় থাকবে। তখন, আমি বলেছি যে, সেখানে তো আমাকে পাবে না। তখন সে মজা করে বলেছে যে, স্বামীর দেয়া খাবার খেতে ভাল লাগছে না, তাই চলে যাবে। আমি জানি যে, তালাকের বিষয়ে মজাও করা যায় না। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে, তুমি কি মজা করে আলাদা হওয়ার কথা বলছ। সে বলছে না আমি সেটা বোঝাই নাই, দুজন দুই জায়গায় থাকার কথা বলছি, আর যদি আলাদা হওয়া বোঝাইও আমি তো তালাকের কথা বলি নাই। তখন থেকে আমার দুশ্চিন্তা হচ্ছে যে, আমাদের মধ্যে কি তালাকের মত কোনো কিছু হয়েছে কিনা। হে শায়েখ, আপনি যদি এ ব্যাপারে আমাকে জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, তালাকের মত কিছু হয় নি। দুশ্চিন্তা করার কারণ নেই। আল্লাহ আপনাদের ভালো রাখুন।