আসসালামু আলাইকুম, স্বামী সরকারী নিয়মে তালাকের নোটিশ পাঠাল চেয়ারম্যানের মাধ্যমে যে তিন মাস পর তালাক কার্যকর হবে। এর পর দেড় থেকে দুই মাসের মধ্যে সে তালাক বাতিল করে স্ত্রীকে নিতে চায়। এক্ষেত্রে দুটো ব্যাপার, ক. নোটিশে “এক তালাক” লেখা, খ. নোটিশে “তিন তালাক” লেখা। আমার জানামতে যদি “এক তালাক” লেখা থাকে তবে তো কোনো প্রশ্ন নেই। প্রশ্ন ১: যদি “তিন তালাক” লেখা থাকে তবে কি সে তিন মাস অতিবাহিত হবার আগে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে? সে যখন তালাক দিয়েছে তখন এটা মেনেই দিয়েছে যে তিনমাস পর তালাক কার্যকর হবে। সে উকিলের মাধ্যমে নোটিশ পাঠিয়েছে, এক তালাক বা তিন তালাকের বিষয়টি সে অবহিত নয় বা জ্ঞানে নেই, নোটিশ পেপারে লেখার গুরুত্বও সে জানে না। এক্ষেত্রে প্রশ্ন ২. তিন তালাক লেখা থাকলে এটি কি তিন তালাক বলে গন্য হবে?