As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1468

অর্থনৈতিক

প্রকাশকাল: 5 Feb 2010

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমরা অফিসে সালাত আদায় করি। মোটামুটি দুই কাতার হয়। তবে সামনে জায়গা কম থাকায় ইমাম সাহেব প্রথম কাতারের একটু অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি এগিয়ে দাঁড়ায়। এখন দেখা গেল সলাত শেষ হলে ইমাম মুক্তাদিদের সম্মুখে ঘুরে বসে। এবং তাতে দেখা যায় ইমামের সোজা 2য় কাতারে এক মুসল্লি তার বাকি নামায গুলো আদায় করে। সামনের কাতার ইমাম সোজা ফাঁকা। এভাবে কী ঠিক। দলিল সহ জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাত শেষে ইমাম কোথায় গেল বা থাকলো এটা কোন বিষয় না। সালাত অবস্থায় ইমাম সাহেব অন্যদের সামনে থাকবেন। যায়গা না থাকলে এক কাতার সামনে না গিয়ে একটু সামনে এগিয়ে গিয়ে সালাত আদায় করা যায়। এমনকি জায়গা না থাকলে মুসল্লিদের মাঝেও দাঁড়ানো যায়। শা য়খ উসাময়মিন রহ. বলেন, تقدم الإمام على المأمومين سنة، فإذا كان لا يمكن لضيق المكان فلا بأس أن يكون بينهم في الوسط. ইমাম মুসল্লিাদের সামনে দাড়াবেন, এটাই সুন্নাত, তবে যখন জায়গা না থাকলে তখন মুসল্লিদের মাঝে দাঁড়াতে কোন সমস্যা নেই। মাজমাউল ফাতাওয়া, জামাতে নামায পরিচ্ছেদ।