ইমাম আবু হানিফা (রহমাতুল্লাহ) এর যত জীবনী বই এবং ইন্টারনেট ডকুমেন্ট পাওয়া যায়, প্রায় সবখানে বলা থাকে, তিনি রমজানে দিনে একবার রাতে একবার কোরান খতম করতেন, রসুল (সাঃ) যেখানে উনার এক সাহাবীকে (রাঃ) তিন দিনের কমে শেষ করতে অনুমতি দেননি, সেখানে এই আমলের গুরুত্ব কি? আর আসলে এক রাতে কোরান খতম দেওয়া সম্ভব নাকি ৯-১০ ঘন্টায়? আমার প্রশ্ন, ইমামে আজম সম্পর্কে এইরকম এট্রিবিউশন গুলো কি সত্য? না হলে যারা এই মিথ্যা দেদারছে প্রচার করে তাদের মাকছাদ কি?