হিজড়ারা অন্যদের মতই মানুষ। অন্যান্য মানুষ যে সব অধিকার ভোগ করে তারাও সেই সব অধিকার ভোগ করবে। অন্যান্য মানুষদের জন্য যেমন আল্লাহ তায়ালার হুকুম আহকাম মানা ফরজ তাদের জন্যও ফরজ। ছেলে-মেয়েরা যেমন পিতার থেকে সম্পদ পায় হিজড়ারাও পাবে। নির্দিষ্ট কোন বিষয়ে প্রশ্ন থাকলে স্পষ্ট করে বলুন।