ওয়া আলাইকুমুস সালাম। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। উশর দিতে হয় গাছের ফসলের । মাছের উসর দিতে হয় না। পুকুরে যে মাছ চাষ করা হয় তা সাধারণত দু ধরনের। এক. ব্যবসার উদ্দেশ্যে। যেখানে মাছ চাষের লক্ষ্য হলো মাছ উৎপাদন করে বিক্রি করা। সেটা মাছের পোনা হতে পারে আবার বড় মাছও হতে পারে। দুই. ব্যবসার উদ্দেশ্যে নয়। বরং এখানে লক্ষ্য হচ্ছে পরিবারে খাওয়া। আর যদি কিছু বেশী থাকে তাহলে বিক্রী করবে। প্রথম প্রকারের হুকুম হলো মাছকে ব্যবসায়িক পণ্য হিসাবে গন্য করা হবে। এবং পুকুরে থাকা অবস্থাতেই একটা আনুমানিক হিসাব ধরে যাকাত দিতে হবে। অর্থাৎ আপনি যখন যাকাত দিবেন তখন অন্যান্য টাকা পয়সার সাথে মাছের মূল্য যোগ করে শতকারা আড়াই টাকা হারে যাকাত দিবেন।
দ্বিতীয় প্রকারের হুকুম হলো মাছ বিক্র করার পর ঐ টাকা আপনার অন্যান্য টাকার সাথে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ যখন যাকাত দিবেন তখন শতকারা আড়াই টাকা যাকাত দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এই অনুযায়ী চিন্তা করুন কী করবেন। মনে হচ্ছে আপনি ব্যবসার উদ্দেশ্যে মাছ চাষ করছেন। সুতরাং আগেই আপনার যাকাত দেয়া প্রয়োজন ছিল। তবে এখন যে টাকা আপনার মাছ বিক্রি করে হয়েছে তার যাকাত দিবেন আপনার অন্যান্য টাকা পয়সার সাথে হিসাব কর একসাথে। প্রয়োজনে 01734717299