১/ একজন মুসলমান যা কিছু করে তা সবকিছু কি ইবাদত যেমন- হালাল রিয়িক অনুসন্দান করা বা চাকরির জন্য পড়াশুনা করা, দুনিয়াবি যে কোন কাজ করা,অব্যশই খারাপ কাজ নয়।
উত্তর
হ্যাঁ, একজন মুসলিম সহীহ নিয়তে রাসূলুল্লাহ সা. সুন্নাত অনুযায়ী যা কিছু করেন সব কিছেই এক ধরনের ইবাদত। হাদীসে বিভিন্ন সময় ভাল কাজগুলোকে সদকাহ বলা হয়েছে।