As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1440

ঈমান

প্রকাশকাল: 8 Jan 2010

প্রশ্ন

১। কি কি কাজ ও কথার মাধ্যমে শিরক হয় অর্থ্যাৎ ছোট বড় সব ধরনের শিরকের সিরিয়ালি লিস্ট দিবেন দয়া করে?
২। নফল সালাতের পর হাত তুলে দোয়া করা যায়। তবে যদি হাত না তুলে সিজদায় গিয়ে বাংলা ও আরবি যে কোন ভাবে দোয়া করি তাহলে কি করা যাবে?

উত্তর

ভাই, শিরক সম্পর্কে বিস্তারিত জানতে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর ইসলামী আকীদা এবং তাঁর বঙ্গাবানুবাদকৃত আল-ফিকহুল আকবার বই দুটি অধ্যায়ন করুন। সব লিষ্ট এখানে দেয়া সম্ভব নয়। এক কথায় বলা যায় আল্লাহ ব্যাতিত অন্য কারো কাছে চাওয়া এই নিয়তে যে সে আল্লাহর কাছ থেকে নিয়ে এসে দেবে থেকে শুরু করে আল্লাহ কোন সিফাত বা গুন অন্য কারো মাঝে আছে বিশ্বাস করা এবং আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা সবকিছুই শিরক। ২। সাজদাতে আরবী মাসনুন দুআ করবেন। তবে আরবী দুআ শেখার আগ পর্যন্ত বাংলাতে অর্থাৎ মাতৃভাষাতে দুআ করতে পারেন।