As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1415

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 Dec 2009

প্রশ্ন

আমার বাড়ি নাগেশ্বরী, কাজের জন্য ঢাকায় থাকি,দুই ঈদে বাড়ি যাই, বাড়ী গেলে নামায কি কসর হবে নাকি পুরা নামায পড়তে হবে?

উত্তর

বাড়ি গেলে নামায পুরো পড়বেন।কসর করবেন না।কসর করতে হয় যখন বাড়ি থেকে ৪৮ মাইল দূরে কোথাও ১৫ দিনের কম দিন থাকার নিয়তে যায় তখন।তবে আপনি বাড়িতে আসার পথে রাস্তায় কসর করবেন।