As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1407

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 Dec 2009

প্রশ্ন

Assalamualaiqum. Ami lokmokhey sunechi jay sunnat o nafal namaj basal pora uttom. Er sopokkhayki kono sohih dolil achay? Keo jodi Ajan sunar por, oi oakter sunnat namaj (jeti forojer agay portay hoi) basai poray mosjiday jai taholay ki shay mosjiday giye foroj namajer agay tahiatul wujuur namaj portay parbay? (Orthath shekhetray foroj namajer agay sunnat namaj porar niyom thakleo, foroj namajer agay tahiatul wujuu hoye gelo jar agay sunnat pora holo). Dolil soho bishoyti jantay parlay khushi hobo. Maassalam.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফরজ সালাত বাদে অন্য সকল সালাত বাড়িতে পড়া উত্তম। এই বিষয়ে অনেকগুলো হাদীস বর্ণিত আছে। তার মধ্যে একটি হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلاَّ الْمَكْتُوبَة.হে লোকসকল! তোমরা বাড়িতে সালাত আদায় করো, কেননা ফরজ সালাত বাদে সকল সালাত নিজ বাড়িতে পড়া সর্বোত্তম। সহীহ বুখারী, হাদীস নং ৭৩১। এই বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত গ্রন্থের ৩৯০-৩৯২। বাড়িতে ওয়াক্তের সুন্নাত পড়ে এসে মসজিদে অন্যান্য সুন্নাত সালাতও পড়তে পারবেন। এতে কোন অসুবিধা নেই।