As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1402

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 1 Dec 2009

প্রশ্ন

আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
১) প্রায় সময় সাদা স্রাব নির্গত হয়। সালাতে শুরু করেছে হঠাত সাদা স্রাব চলে আসছে তখন সালাত ছেড়ে দিয়ে ওযু করে এসে আবার সালাতে দাড়ায় । কখনো কখনো ৪ রাকাত সালাতে ৩ বার ওযু করতে হয়েছে । সাদা স্রাব নির্গত হওয়ার পর যদি ওযু না করেই সালাত পড়ে তাহলে কি সালাত হবে?
২) বাসে লং জার্নি করার সময় হঠাত অসুস্থতার কারণে প্রসাব বের হয়ে কাপড়ে লেগে যায়। তখন জহর সালাতের টাইম ছিলো । ওযু করার মত পানি না থাকলেও তায়াম্মুম করার মাটি ছিলো । ঐ অবস্থায় তায়াম্মুম করে সালাত আদায় করলে কি সালাত হত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রায় সময় সাদাস্রাব নির্গত হওয়া একটি রোগ, যেমনি ভাব ইস্তেহাযা একটি রোগ। রাসূলুল্লাহ সা. ইস্তেহাজাগ্রস্থ মহিলাদের নামাযের পূর্বমূহুর্তে ওযু করে নামায পড়ার নিদের্শ দিয়েছেন। সহীহ বুখারী, হাদীস নং ২২৮। আলেম ও ফকীহগণ এই হাদীসের উপর ভিত্তিকরে বলেছেন, সাদাস্রাব যাদের নিয়মিত বের হয় সেসব মহিলারাও নামাযের আগে ওযু করে নামায পড়বে এবং ঐ ওয়াক্তের যাবতীয় ফরজ ও নফল নামায পড়তে পারবে। নামাযের ভিতর বের হলেও কোন সমস্যা নেই। বিস্তারিত জানতে দেখুন, মাজমুউ ফাতাওয়া ইবনে উসায়মিন, ১/ ২৮৪-২৮৬; আল-ইসলাম সওয়াল জওয়াব, প্রশ্ন নং ৪৪৯৮০। (আরবী)। আরবীতে প্রশ্নটি হলো هل السائل الأبيض الذي يخرج من المرأة ينقض الوضوء ؟.।