আসসালামুয়ালাইকুম, হুজুর আমি এমন একটা বিষয়ে দ্বিধাদন্ধে পরেছি যে এটার জন্য আমার ঈমান নিয়ে সংশয় দেখা দিচ্ছে। আমি আল্লাহর কাছে যে বিষয় নিয়ে দোয়া করি সেটাই বৃথা যায়। যা কিছু পেতে চাই তা নিয়ে দোয়া করলে সেটা আর হয় না। মাঝখানে দোয়া করাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু রাহেবেলায়েত বই এ দেখলাম দোয়া করা পরিত্যাগ করা উচিত না। কিন্তু দোয়া করে লাভ কি? ধরুন সবাই কোন একটা চাকরির জন্য চেষ্টা করছে, চাকরি কার হবে? যে বেশি পরিশ্রম করেছে সেই, তাহলে এখানে দোয়ার ভূমিকা কি? আর যদি দোয়ার ভূমিকা থাকে তাহলে বিধর্মী কারো চাকরি হওয়ার কথা না। কারন তারা তো আল্লাহর কাছে দোয়া না করে অন্য কোথাও দোয়া করে, কিন্তু চাকরি তো সব ধর্মের পরিশ্রমি লোকেরাই পায়। আবার অনেক সময় শুনি ভাগ্যে যা আছে মানুষ তাই পায়, তাহলেও এখানে দোয়ার বিষয় আসছে না। এইসব কিছু আমার মনের ভিতড় দারুন যন্ত্রনা সৃষ্টি করে। অনুগ্রহ করে উত্তর দিবেন।