আসসালামু আলাইকুম, আমার আব্বা ৭ মাস আগে মারা গিয়েছেন। আমার চাচারা তার চল্লিশা করার জন্য উদ্গ্রিব ছিল। বিভিন্ন কারনে তা পিছে যায়। এখন তারা এটা করতে চান। আমি জানি এটা বিদাআত এবং আমি ইহা চরমভাবে ঘৃনা করি। আমি তাদেরকে এই ব্যাপারে নসিহত করি নাই (এটা আমার পক্ষে একটু কঠিন হয়ে দাড়িয়েছে)। এখন আমার প্রশ্ন হল, যেহেতু ৭ মাস পেরিয়ে গেসে তাই এটা কি আমি শুধুমাত্র মুসলিমদের খাওয়ানোর নিয়তে করতে পারি? আর এই চল্লিশা কোন পর্যায়ের পাপ আমাকে একটু জানাবেন।