As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1384

নামায

প্রকাশকাল: 13 Nov 2009

প্রশ্ন

১। কর্ম ব্যস্ততার কারনে যোহরের প্রথম ৪ রাকাত সুন্নত পড়া না গেলে (প্রতিদিন) এর হুকুম কি?
২। যখন দরজা লাগিয়ে রুমের ভিতর নামায আদায় করি, তখন কেউ যদি কয়েক বার ঢাকা ঢাকি করে নামাযের মধ্যে তার উত্তর দেয় যয়েজ হয় না কি?
৩। ফরজ নামায মসজিদে আদায় করে, কতক্ষনের মধ্যে ঘরে এসে সুন্নত আদায় করার বিধান রয়েছে?

উত্তর

১। হাদীসে আছে, عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَدَعُ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ.হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সা. জোহরের পূর্বে ৪ রাকআত এবং ফজেরর পূর্বে দুই রাকআত ছাড়তেন না। সহীহ বুখারী, হাদীস নং ১১৮২। মুমিনের জন্য উচিত হলো সুন্নাতের অনুসরণ। সুতরাং নিয়মিত ছেড়ে দেয়া ঠিক হবে নয়। ২। প্রয়োজনে উত্তর দিতে হবে তবে নামাযের মধ্যে উত্তর দিলে নামায ভেঙ্গে যাবে। নতুন করে নামায শুরু করতে হবে। ৩। কোন বাধা-ধরা নিয়ম নেই। সুবিধামত আদায় করবেন।