আসসালামুআলাইকুম। আমার কিছু আত্মীয় সুদী কারবারে জড়িত। তারা যখন বাসায় কোনো খাবার নিয়ে আসেন, আমি এবং আমার বোন সেই খাবার না খাওয়ার চেষ্টা করি। কিন্তু সমস্যা হচ্ছে তারা জানে না আমরা এসব খাবার খাই না। তারা প্রায়ই আমাদের জন্য প্রচুর খাবার নিয়ে আসেন। অবস্থা এমন যে তাদেরকে আমাদের পক্ষে নিষেধ করা সম্ভব না। এই খাবারগুলো পরবর্তীতে নষ্ট হয়। আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কোনটা উত্তম তাদের আনা খাবার খাওয়া নাকি খাবার নষ্ট করা?