As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1363

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 Oct 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ছোট ভাই টিকে নামাজ পড়ার জন্য আমার সাথে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমার বাবা মা এতে অনেকটা বাধা প্রদান করে … এর ফলে ছোট ভাইটি যেতে আর ইচ্ছুক হয়না … ভাইটার বয়স হচ্ছে ১০ বছর ….. … বাবা মা ও কিছু বলে না …. আমি আর তাকে বলিনা… এমতবস্তায় কি আমার কাজটি কি গুনাহের পর্যায়ে পড়বে …

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার পিতা-মাতাকে বুঝাতে চেষ্টা করুন যে, ১০ বছর বয়সেই শিশুদের নামাযের জন্য চাপ দিতে রাসূলুল্লাহ সা. আদেশ দিয়েছেন।আপনার ছোট ভাইকেও নামাযের গুরুত্ব বুঝাতে চেষ্টা করুন। ছেড়ে দেবেন কেন, চেষ্টা করতে থাকুন।