আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আমার এক পরিচিত লোক ৬ মাস বয়সী ১ টা মেয়ে বাচ্চা কিনে এনেছে । মেয়েটার বাবা জন্মের আগে বা জন্মের কয়েক দিনের মধ্যেই মারা গেছে । মেয়েটার মা এখনো জীবিত আছে কিনা আল্লাহ জানে। কোন যোগাযোগ নাই। এখন আমার প্রশ্ন হচ্ছেঃ
১) পিতৃহিন কোন শিশুকে যখন কোন ধনীলোক লালন পালন করতে আনে তখনো কি সে এয়াতিম থাকে?
২) বড় হলে এই শিশুকে কি বলে দিতে হবে তাকে পালতে আনা হয়েছিলো? নাকি গোপন রাখলে সমস্যা নেই। ৩) পালতে আনা বাবা মার কারণে যদি এই সন্তান উতশৃঙ্খল বা খারাপ হয় এর জন্য শুধু এই পালতে আনা বাবা মা ই দায়ী থাকবে নাকি জন্ম দাতা পিতা মাতাও দায়ী থাকবে?