আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আমার প্রশ্ন হল, তায়াম্মুম এর সহিহ নিয়মটা কি? তায়াম্মুম এর জন্য কি মাটিতে হাত রাখা বাধ্যতামূলক? ঘড়ের ভিতরে টাইস বা পাকার উপর হাত রাখলে হবে কি, বিশেষ করে যখন গাড়িতে থাকলে তখন তায়াম্মুম কিভাবে করবো? কনুই পর্যন্ত হাত মুছাটা এই হাদিস টা কিছু বইয়ে জয়ীফ লেখা দেখলাম। সহিহ সম্পূর্ণ নিয়মটা কি? জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।