As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1350

নামায

প্রকাশকাল: 10 Oct 2009

প্রশ্ন

আসসালামুআলাইকুম আমার প্রশ্ন হলো (১),যানবাহনে চলাচলের সময় নামাজের নিয়ম কি? বিশেষ করে গাড়িতে চলার সময়। (২)আমি একজন চাকুরীজীবী। অফিস থেকে ফেরার পথে আসর নামাজ অথবা মাগরিবের নামাজের সময় গাড়িতে থাকতে হয়। অনেক সময় অজু করাও থাকে না। অজুর প্রয়োজন হয়। নামাজের টাইম হলে গাড়ি থেকে নেমে নামাজ আদায় করে আবার গাড়িতে উঠা খুব অসুবিধা হয় এবং অনেক সময় অপচয় হয়। এই অবস্থায় আমার কি করনিয়ো দয়া করে জানাবেন। (৩) ফজরের ফরজ নামাজ শেষে সূর্য উদয়ের আগে সময় থাকলে ফজরের সুন্নত পরা যাবে কি না? না কি সূর্য উদয়ের পরে সুন্নত নামাজ পরতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফরজ নামায যানবাহনে পড়বেন না। এমন ভাবে সফর করবেন যেন, যানবাহনে থাকা কালীনে কোন নামাযের ওয়াক্ত শেষ না হয়ে যায়। (২) অফিস থেকে ফেরার সময় আসরের নামায পড়ে গাড়ীতে উঠবেন (জামায়াতের সময় না হলে প্রথম ওয়াক্ততেই একা একা আসর পড়বেন। ) এরপর মাগরিব শেষ ওয়া্ক্তে অর্থাৎ এশার সালাতের সময় শুরু হওয়ার পুর্ব মুহুর্তে আদায় করবেন। আর যদি নিজস্ব গাড়ী হয় তাহলে পথিমধ্যে যেখানে যে নামাযের জামাতের সময় হবে সেখানে কোন মসজিদে গাড়ী থেকে নেমে নামায আদায় করবেন, এক্ষেত্রে কোন শিথীলতা নেই। কুরআন ও হাদীসে ওয়াক্তমত নামায পড়ার আদেশ দেয়া হয়েছে। (৩) ফজরের সুন্নাত না পড়ে থাকলে সূর্য উদয়ের পর পড়বে। কেননা হাদীসে ফজরের ফরজ সালাতের পর সূর্য উঠার আগ পর্যন্ত অন্য কোন নামায পড়তে নিষেধ করা হয়েছে। সহীহ বুখারী হাদীস নং ৫৮৪।তবে পড়লেও আদায় হয়ে যাবে। তবে সূর্য উদয়ের পর পড়াই উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। সমস্যা হলে যোগাযোগ করুন: 01734717299 এই নাম্বারে।