As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1326

রোজা

প্রকাশকাল: 16 Sep 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম উত্তর দেবার জন্যে ধন্যবাদ। সেই সাথে আমি খুব-ই দুঃখিত আমি আসলে ঠিক মতো বোঝাতে পারিনি। আমার পুর্বের কয়েক বছরের ফরজ কাজ্বা রোজা আছে যেগুলি ফরজ রোজার ভাংতি পিরিয়ড এর সময় করতে পারিনি,কিন্তু সেগুলা আমি পরে আর করিনি আমি এখন করতে চাই এক্ষেত্রে আমি কিভাবে তা আদায় করবো? একজায়গায় পড়েছি কাজ্বা আদায় এর পাশাপাশি প্রত্যেক কাজ্বা রোজার বিনিময়ে একজন মিসকিন খাওয়াতে হবে। আমার প্রশ্ন মিসকিন কে কি একবেলা নাকি ৩ বেলা খাওয়াতে হবে? আর টাকা দিতে চাইলে বর্তমান বাংলাদেশ এর প্রেক্ষাপট-এ মোট কত টাকা দিতে হবে প্রতি রোজার জন্যে? পুর্বের কয়েক বছরের কাজ্বা আদায়ের সহি পদ্ধতি কি? দয়া করে জানাবেন। আমি একান্তভাবে আশা করছি, আপনারা আমার এ প্রশ্নের জবাব দিবেন। কারণ উত্তরটি জানার জন্য আমার অন্তর ব্যাকুল হয়ে আছে। আমি শিগ্রই রোজা গুলি করতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যতটি রোজা ভেঙেছেন ততটি রোজা রাখবেন। ধরুন কয়েক বছর মিলে আপনার ২৫ টি রোজা কাজা হয়েছে তাহলে আপনি ২৫ টি রোজা রাখবেন। কোন টাকা পয়সা বা খাবার-দাবা দিতে হবে না। আপনি যা শুনেছেন তা ভুল শুনেছেন।