As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1266

লেনদেন

প্রকাশকাল: 18 Jul 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়াহ রহমাতুল্লাহ। আমি আমার শ্বাশুরীর কাছ থেকে নগদ 15000/- টাকা হাওলাদ নিয়ে ছিলাম কিন্তু ১ বছর পর আমার শ্বাশুড়ীর বাড়ীতে হঠাৎ অন্য প্রসঙ্গে কথা বলার মধ্যে আমি শ্বাশুড়ীকে বললাম মা আপনি আমার কাছে যে 15000/- টাকা পাবেন। আমার মনে আছে আমি একটু সুস্থ্য হলে াপনার ঐ টাকা দিয়ে দেব। কিন্তু আমার শ্বাশুড়ী বলল ঐ টাকা আমি তোমাকে দিয়েছি ওই টাকা ফেরত দেওয়া লাগবে না। এমতাবস্থায় ্মাকে কি ঐ টাকা ফেরত দেওয়াই লাগবে না কি আমাকে অন্য কিছু করা লাগবে। এ প্রসঙ্গে যদি আমি আমাকে জানাতেন তাহলে উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনাকে আর ঐ টাকা ফেরৎ দিতে হবে না। অন্য কিছুও করতে হবে না। ঐ টাকার মালিক আপনি।