ওয়া আলাইকুমুস সালাম। দুটি বিষয়েই আলেমদের মাঝে মতভেদ আছে। তবে নিচের নিয়মটি অনুসরণ করা আমাদের জন্য উপযোগী বলে মনে হয়। আরাফার ময়দানে ইমাম সাহেবের পিছনে জোহর এবং আসর একসাথে জোহরের সময় আদায় করতে হবে। ইমাম সাহেব যেভাকে আদায় করবেন মুক্তাদিও সেভাবে আদায় করবেন। ইমাম সাহেবের পিছনি না পড়ে একা একা পড়লে একসাথে পড়তে হবে না আলাদাকরে জোহরের সময়ে জোহর এবং আসরের সময় আসর পড়তে হবে সে বিষয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। তবে একসাথে আদায় করাটাই উত্তম বলে মনে হয়। একাকী পড়লেও কসর করবে। মক্কাবাসী এবং মক্কার বাইরে সবার জন্য এই হুকম প্রযোজ্য ।