As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1254

যিকির দুআ আমল

প্রকাশকাল: 6 Jul 2009

প্রশ্ন

আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলঃ আমার আম্মাকে আমি যখন আমার কোন ব্যরথতার কথা বলি বা পরিক্ষা দিতে রওনা দেই তখন তিনি আমাকে Òআল্লাহ ভরসাÓ বলে সান্তনা দিয়ে থাকেন বা দোয়া করেন। এটাকে যদি আমি দোয়া মনে করি এবং এ দোয়ার করনে আল্লাহ আমাকে সাহায্য করবেন বিশ্বাস করি তাহলে আমার কোন গোনাহ হবে কিনা?
সান্তনা দেয়ার জন্য এর থেকে উত্তম কোন দোয়া থাকলে জানাবেন যা থেকে আমি ও আম্মা দুজনই উপকৃত হতে পারি। জাযাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এতে কোন গুনাহ হবে না। বরং প্রতিটি কাজেই মুসলিম আল্লহর উপর ভরসা করবে। পিতা-মাত সন্তানদের জন্য নিজ ভাষায় আবেগ নিয়ে আল্লাহ তায়ালার কাছে দুআ করবেন।