As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1252

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 Jul 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি ঢাকায় একটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে পড়ি । প্রায় ১ মাস হলো আমি দাড়ি রাখছি এবং নিয়ত করেছি যেকোনো অবস্থাতেই দাড়ি আর কাটবনা। কিন্তু দেশের সার্বিক পরিস্তিতির কারণে আমার বাবা-মা ভীষণ ভাবে আমাকে নির্দেশ দিয়েছে যে, আমাকে দাড়ি কাটতেই হবে। এবং এরজন্য তারা আমার সাথে কর্কশ ব্যবহার ও করছে। প্রথম অবস্থায় আমার বড় আপা রাজি ছিল, এমন পরিস্তিতির কারণে সেও এখন আমাকে দাড়ি কাটার জন্য বলছে। এককথায়, আমার পরিবারের বাবা-মা, ভাই-বোন কেউ আমার সাথে একমত না। আমি এখন ঢাকাতেই আছি। কিছু দিনের মধ্যে বাড়িতে যাবো। তখন হয়তো তারা আমাকে একপ্রকার বাধ্য করে ফেলবে দাড়ি কাটার জন্য। এখন আমি কি করতে পারি? নিজের সিদ্ধান্তে অটল থাকবো নাকি বাবা-মা এর সিদ্ধান্ত মেনে নেবো?
এ বিষয়ে শরীয়তের সিদ্ধান্ত কি? দয়া করে একটু দ্রুত জানাবেন…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালা কুরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, তিনি মূমিনদের পরীক্ষা নিবেন। সূরা বাকারা, আয়াত। দাড়ি রাখলে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় এটা ঠিক। এটাকে পরীক্ষার অংশ হিসেবেই মনে করা উচিৎ। আর মূমিনকে নিজের ঈমানের পরিচয় দিতে হলে এসব পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,لاَ طَاعَةَ فِي مَعْصِيَةٍ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ. গুনাহের কাজে কারো আনুগত্য করা যাবে না, আনুগত্য হবে ভাল কাজের ক্ষেত্রে। সহীহ বুখারী, হাদীস নং ৭২৫৭। িদাড়ি কাটা একটি গুনাহের কাজ সুতরাং কারো খুশি করার জন্য দাড়ি কাটা যাবে না, মা-বাবাকে খুশি করার জন্যও না। কুরআনেও আল্লাহ তায়লা এই বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, وَإِن جَاهَدَاكَ عَلى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا যদি তারা (পিতা-মাতা) তোমাকে আমার সাথে কাওকে শরীক করার ব্যাপারে চাপাচাপি করে তাহলে তাদের আনুগত্য করবে না, তবে দুনিয়ায় তাদের সাথে ভাল ব্যবহার করবে। সূরা লুকমান, আয়াত ১৫। আপনি আপনার পিতা-মাতাকে বিষয়টি বুঝান যে, প্রকৃত মুমিন হতে হলে এতটুকু ত্যগ স্বীকার করতেই হবে। দেশের আরো লক্ষ লক্ষ মানুষ দাড়ি রেখেছে। বিপদ-আপদ দূর করার মালিক আল্লাহ তায়ালা। দুআ করতে থাকুন। আমরাও আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার এই সমস্যা দূর করে দেন।