As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1249

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 Jul 2009

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বড় প্রশ্ন করার জন্য। আমি এস্তেখারার ফলাফল নিয়ে সংশয়ে আছি। আমি রাহেবেলায়েত বই থেকে চাকরির ব্যাপারে এস্তেখারা করেছিলাম। আমি পড়াশুনা শেষ করে গভঃ চাকরির জন্য পড়াশুনা করছি আর বেসরকারি চাকরির চেষ্টা করছি। প্রথমে এক জায়গায় চাকরির জন্য চেষ্টা করলাম এবং সেখানে অনেক সিনিয়র পোষ্টের এক জনের রেফারেন্স ছিল, এবং উনিও আমার ব্যাপারে যথেষ্ট আগ্রহী ছিলেন। মনে হচ্ছিল চাকরিটা হওয়া নিশ্চিত, তারপর আমি এস্তেখারা করলাম তার পর থেকে উনি হঠাৎ করে ওনার মোবাইল বন্ধ করে দিলেন প্রায় ২ সপ্তাহ। এর পর থেকে উনি ফোন দিলে ব্যাস্ত আছি বলে এড়িয়ে যেতেন। আবার আরেকটা চাকরির ব্যাপারে এস্তেখারা করলাম তারপর সেই চাকরির জন্য এমন সব কন্ডিশন দিল যে নিজেই আর অগ্রসর হয়নি। এভাবে গত ৮ মাসে যে কয়টা চাকরির জন্য চেষ্ট করেছি সব কয়টার ক্ষেত্রেই এস্তেখারা করেছি এবং সবকয়টাই কোন না কোন ভাবে আমার হাত ছাড়া হয়েছে। এমনও হয়েছে যার রেফারেন্সে যাব সে নিজেই ওই কম্পানি ছেড়ে অন্য কম্পানিতে চলে গেছে। এখন আমার এস্তেখারার প্রতি ভীতি জন্মেছে, মনে হয় এস্তেখারা করলেই আমি আর চাকরি পাব না। দয়া করে আমাকে এর সমাধান দেন। আমি কি কোন ভূল করছি নাকি আদৌ ঐ চাকরিগুলো আমার জন্য ভালো ছিল না। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আমীন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে একটি উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমার মনে হয় উক্ত চাকুরীগুলো আপনার জন্য কল্যানকর ছিল না,তাই ইস্তেখারা করার কারণে উক্ত চাকুরীগুলো আপনার হয় নি। যাই হোক ভয় পাওয়ার কারণ নেই।দুআ করতে থাকুন এবং চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।