As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1241

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 Jun 2009

প্রশ্ন

আমার একটা সমস্যা, আমি প্রায় ১ বছর যাবত একটি সমস্যা নিয়ে আছি, দরেন কোনো মানুষের শরীরে এমন এক রোগ হল যা দেখাতে অনেক ভয় লাগে আমার, তখন আমার মনে খালি একটাই চিন্তা আসে যদি এই রোগটি আমার হয় এইসব চিন্তা ভাবনা আসে, এর কারণে আমি ঠিক মতে লেখা পরা করতে পারি না, নামাজ পরতে পারি এবং সকল কাজে অমনোজুগিতা, আর আমার এমন একটা ভয় আসে সারাখন যদি আমার হয়, এর একটা সমাধান দেন এতে আমার অনেক উপকার হবে, আমি কি সয়তানের দুকায় পরছি নাকি? আর এছারা আমার মনে এমন চিন্তা ভাবনা আসে যা আমার অনেক খারাপ লাগে যা ইমান চলার পথে? এটা কতটুক সত্যা আমাকে বলেন? যাতে মহান আল্লাহ আমাকে ক্ষ্মমা করেন আমিন,

উত্তর

ভাই, এগুলো শয়তানের ওয়াসওসা। আপনি এসব নিয়ে কোন চিন্তা করবেন না। নিচের দুআটি প্রতিদিন সকাল সন্ধায় ও অন্যান্য সময় পড়বেন। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ. সহীহ বুখারীতে (হাদীস নং ২৮৯৩ ও ৬৩৬৯) উল্লেখ আছে রাসূলুল্লাহ সা. এই দুআটি খুব বেশী পড়তেন।